বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

হাজী সেলিমের বাড়ি ঘিরে যৌথ বাহিনী, গোপন কক্ষ থেকে বিলাসবহুল গাড়ি উদ্ধার

স্টাফ রিপোর্টার । ঢাকা: | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে অভিযান শুরুর আগে থেকেই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, দুপুর থেকে অভিযানের প্রস্তুতি চলছে। তবে অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য তাদের জানা নেই।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাজী সেলিমের গুলশানারা মাসুদা টাওয়ার নামের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও রয়েছে।

গাড়িগুলো সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় ভবনের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথ বাহিনী।

এদিকে ঘটনার পর এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযান দেখতে ভিড় জমাচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top