বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ধর্মীয় উৎসবে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪০

সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান জানিয়েছেন, উৎসবের সময় সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি সতর্ক করেছেন, কেউ যেন সাম্প্রদায়িক উত্তেজনা বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা না করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই বিষয়ে সজাগ থাকবে। তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top