২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪৫ জন।
এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সকলকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং অতি প্রয়োজন ছাড়া ঢেউখাওয়া পানিতে মাছ ধরার বা জমে থাকা পানি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।