ডিজিটাল পোস্টাল ব্যালটে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নিশ্চিত করেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সব নাগরিকের জন্য সুষ্ঠু ও নিরাপদ হবে।
সিইসি জানান, ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত, তারাও ভোট দিতে পারবেন। প্রশ্ন হলো—আপনি কি মনে করেন, এই ব্যবস্থা ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক করবে?
আজ নির্বাচনী সংলাপে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সঙ্গে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনের প্রস্তুতি, সুষ্ঠু ভোট ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
ইসি জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কমিশন কাজ করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।