বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

দুর্গাপূজা নিরাপদ, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪২

সংগৃহীত

এ বছর নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপ এই বছর স্থাপিত হয়েছে। দুর্গাপূজার নিরাপত্তার জন্য ৭০ হাজার পুলিশ, প্রায় ১ লাখ সশস্ত্র বাহিনী সদস্য এবং ৪৩০ বিজিবি প্লাটুন দায়িত্বে থাকবে। এছাড়াও মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে স্বেচ্ছাসেবীরা সহায়তা দিচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সতর্ক করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, ভোটের প্রস্তুতি চলছে, এবং পার্বত্য এলাকায় সম্প্রতি ঘটানো এক ধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানের জন্য বৈঠক চলছে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top