বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

জাতীয় নির্বাচনের কারণে বইমেলার ডিসেম্বর মাসের তারিখও স্থগিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-এর পরিবর্তিত তারিখও স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারির পরিবর্তে যে বইমেলা এই বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, তা এখন আর হচ্ছে না।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশটি ছিল স্পষ্ট—’অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ অর্থাৎ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মেলা আয়োজন সম্ভব হচ্ছে না।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ডিসেম্বর-জানুয়ারির তারিখ স্থগিত করা হলো। প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top