প্রশাসনে লোক ঢুকিয়ে অসহযোগ করছে বিএনপি-জামায়াত: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিজেদের লোক নিয়োগ করার গুরুতর অভিযোগ আনলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এরপরই তারা ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু করেছে বলে জানান তিনি।
রোববার রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, এই দুর্বল সময়ে আমলারা কেবল পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করছেন। গোষ্ঠীস্বার্থ নিয়ে সবাই কাজ করে, জাতীয় স্বার্থ নিয়ে কেউ ভাবতে চায় না। রাজনৈতিক দল ও আমলাদের সহযোগিতা না পাওয়ায় সরকার অসহায় অবস্থায় পড়েছে।
মাহফুজ আলম স্বীকার করেন, বর্তমানে সরকারের বড় ধরনের সংকট চলছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার গুঞ্জনে তাদের দপ্তরের কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করাও সম্ভব হয়নি।
গণমাধ্যম সংস্কারে সরকার কাজ করলেও সহযোগিতা পাচ্ছে না। তার মতে, গণমাধ্যম এখনও ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, সামরিক-বেসামরিক আমলাতন্ত্রকে ফ্যাসিস্টমুক্ত না করলে গণমাধ্যমকেও ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।