বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

হিরো আলমের ওপর হামলা, অজ্ঞান অবস্থায় মুগদা মেডিকেলে ভর্তি

মিঠু মুরাদ | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৯

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এই হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

 

প্রথমে স্থানীয়রা অচেতন অবস্থায় হিরো আলমকে রামপুরার ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হিরো আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে যায় তারা। পরে আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে শয্যাশায়ী হিরো আলমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন এবং তার মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top