বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

সাকিবকে বাংলাদেশের হয়ে আর খেলতে দেওয়া হবে না: যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১

ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানান, বাংলাদেশ ক্রিকেটের মহা তারকা সাকিব আল হাসানকে আর কখনও দেশের জার্সি গায়ে খেলতে দেওয়া হবে না।

এর পেছনে মূল কারণ হিসেবে সজীব ভুঁইয়া উল্লেখ করেন সাকিবের রাজনৈতিক অবস্থান। সম্প্রতি ফেসবুকে দু’দিন ধরে সাকিব ও সজীবের মধ্যে কথার লড়াই চলছে। সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় শুরু হয় বিতর্ক।

সজীব ভুঁইয়া ফেসবুকে লিখেছেন, “যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফিন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান।”

উপদেষ্টা আরও বলেন, “তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বিসিবি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাবে, যাতে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ টিমে খেলতে না পারেন।”

সাকিবের দেশপ্রত্যাবর্তন এবং খেলার ইচ্ছার বিষয়টিও উল্লেখ করে সজীব ভুঁইয়া বলেন, সাকিব দাবি করেছিলেন তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু এলাকার মানুষের জন্য এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে তার আসল রাজনৈতিক সংযোগ বোঝার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মরণযোগ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাকিবের নীরবতার কারণে সমালোচনা হয়েছিল। এরপর বিদেশে অবস্থান করা এবং দেশে ফেরার পরিকল্পনা বাতিলের কারণে তার বাংলাদেশে ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top