বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ড. ইউনূসের বিস্ফোরক মন্তব্য: ‘ভারতে ভুয়া খবরের বিশেষত্ব’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

সংগৃহীত

বাংলাদেশ থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর! হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ কঠোরভাবে নাকচ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে জিটিও সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন— বাংলাদেশে ‘হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই’। বরং, অভিযোগকারীদের দিকে আঙুল তুলে তিনি বলেছেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।

গত আগস্টে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূস অনিচ্ছা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আন্দোলনে মানুষের ত্যাগ দেখে তিনি তাঁর সিদ্ধান্ত বদলান বলে জানান।

সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেন। হিন্দু নিপীড়নের অভিযোগ নাকচের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই মন্তব্য দুই দেশের গণমাধ্যম ও কূটনৈতিক মহলে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top