ক্ষমতাচ্যুতির দিন শেখ হাসিনার ১ হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২২

ক্ষমতাচ্যুতির দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপন যোগাযোগ! আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, শেখ হাসিনার চারটি ফোনের তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে।
তিনি নিশ্চিত করেছেন যে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের দিল্লিতে আশ্রয় নেন, ঠিক সেই সময়েই এই তথ্য মুছে ফেলার কাজ চলে। অভিযোগের তীর ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি-এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের দিকে।
তদন্ত কর্মকর্তা জানান, ৫ আগস্ট সন্ধ্যায় লোক পাঠিয়ে এনটিএমসি-এর সার্ভার থেকে শেখ হাসিনার চারটি নম্বরের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড মুছে দেওয়া হয়। এই তথ্য মোছার কাজ করা হয় তৎকালীন মহাপরিচালকের নির্দেশে, ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তির সাহায্যে।
শুধু শেখ হাসিনাই নন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও একইসাথে মুছে ফেলা হয়। তবে স্বস্তির খবর হলো— তদন্তকারীরা মুছে ফেলা এই গুরুত্বপূর্ণ কল রেকর্ডগুলো উদ্ধারের চেষ্টা করছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।