আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, কার্যক্রম সাময়িক স্থগিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও বাতিল বা স্থগিত হয়নি। কেবলমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। যেকোনো সময় তা পুনরায় সচল করা হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তবে তারা একটি বৈধ দল হিসেবেই রয়েছে। “যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।”

এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনই নির্বাচন আয়োজন করছে, তাই কোন দল অংশ নিতে পারবে সে বিষয়ে তাদের বক্তব্যই চূড়ান্ত হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে—এটি তিনি মানেন না। তবে তাদের সমর্থক রয়েছে, যারা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবে। শুধু আওয়ামী লীগের প্রতীক ব্যবহার করে ভোট চাইতে পারবে না।

ড. ইউনূস অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিজেদের প্রকৃত রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করতে পারেনি। “তারা মানুষ হত্যা করেছে, এর দায় নেয়নি। বরং সব সময় দায় অন্যের ওপর চাপিয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top