আন্তর্জাতিক মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে অর্থ ঢালছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সতর্ক করে বলেছেন—কিছু আন্তর্জাতিক মহল বিপুল পরিমাণ অর্থ ঢেলে আগামী ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, এসব সুসংগঠিত শক্তি কারা, তা জানা নেই।          

সোমবার নিউইয়র্কে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি জনগণের কণ্ঠস্বর তুলে ধরার জন্য মানবাধিকারকর্মীদের নিয়মিত বাংলাদেশ সফর করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা জানান, সরকার একটি ভেঙে পড়া ব্যবস্থা পুনর্গঠন করছে। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে তদন্তের আমন্ত্রণ এবং জাতিসংঘ মানবাধিকার মিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে, যা বড় অগ্রগতি।

জোরপূর্বক গুমের অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘মানুষ ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সামনে আসছে।’ এছাড়া, গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করা হয়েছে। জুলাই সনদের সাংবিধানিক সংস্কারের খসড়া অক্টোবরে প্রস্তুত হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ—এমন নির্বাচন, যা বাংলাদেশে আগে কখনো হয়নি।’ সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করাই লক্ষ্য। তিনি অর্থ পাচার প্রতিরোধে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা গুরুত্ব দেন, যেন কোনো ব্যাংক চুরি হওয়া জনগণের অর্থ লুকিয়ে রাখতে না পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top