জুলাই আন্দোলন: ৪৩৮ স্থানে হত্যা, ৫০ জেলায় মারণাস্ত্র: তদন্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আজ জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে দেশের ৪১ জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড ঘটেছে। এর পাশাপাশি ৫০টিরও বেশি জেলায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র।

ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে আলমগীর উল্লেখ করেন, আসামিরা অর্থাৎ সাবেক সরকার হত্যাকাণ্ড বা নৃশংসতা বন্ধে কোনো পদক্ষেপ নেননি। বরং গত ১৫ বছর খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা ছিল। তদন্ত কর্মকর্তা জানান, জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর তিন লাখ পাঁচ হাজার গুলি ছোড়া হয়েছিল। জবানবন্দিতে যমুনা টেলিভিশন ও বিবিসি, আল-জাজিরার প্রামাণ্য চিত্রও ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়।

গত ২৫ সেপ্টেম্বর সাক্ষ্য দেন আরেক তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা, যিনি শেখ হাসিনার ৬৯টি অডিও ক্লিপ ও তিনটি মোবাইল নম্বরের সিডিআর জব্দ করে ট্রাইব্যুনালে দাখিল করেন। আজ তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরা করবেন। ১০ জুলাই শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top