দেশে ডেঙ্গু ফের চোখ রাঙাচ্ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর – দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ফের আক্রমণ শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে মোট ১৯৮ জনের

বিভাগীয়ভাবে নতুন ভর্তি রোগীর সংখ্যা হলো:

  • বরিশাল: ১৩৭

  • চট্টগ্রাম: ৭০

  • ঢাকা (সিটি এর বাইরে): ৭৯

  • ঢাকা উত্তর সিটি: ১০১

  • ঢাকা দক্ষিণ সিটি: ১১৩

  • ময়মনসিংহ: ২৮

  • রাজশাহী: ২৫

  • সিলেট: ৩

চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট ৪৭,৩৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৬১২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে চলতি বছরে মোট ৪৪,৭৯৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের মানুষকে সতর্ক করে জানিয়েছে, ব্যক্তিগত ও সানিটেশন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top