আ.লীগ নিষিদ্ধ নয়, তবে প্রতীক নিয়ে ভোটে অনিশ্চয়তা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৫

সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি এবং দলের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুধুমাত্র দলের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দল হিসেবে তারা এখনও বৈধ।          

তিনি আরও বলেন, যে কোনো সময় তাদের কার্যক্রম পুনরায় চালু করা হতে পারে। তবে, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে।    

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের সমর্থক আছে, কিন্তু লাখ লাখ সমর্থকের দাবিতে তিনি একমত নন। তিনি স্পষ্ট করে জানান, আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারলেও, ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না।    

প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা গণতান্ত্রিক দলের মতো আচরণ করতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে এবং দায় স্বীকার না করে অন্যকে দোষারোপ করেছে। এটিই ছিল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আওয়ামী লীগের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে সবচেয়ে স্পষ্ট মন্তব্য।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top