নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি : ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দল দুটি সম্পর্কে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করা হয়। যাচাই-বাছাই শেষে এনসিপি ও জাতীয় লীগকে এখন পর্যন্ত যোগ্য মনে করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, তিনটি রাজনৈতিক দল এখনো কমিশনের পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো— বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও নিবন্ধন পাবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।