টানা বৃষ্টিতে ভাসছে ঢাকা! সড়কে হাঁটুসমান পানি: দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৫:৩২

তীব্র গরমের পর স্বস্তি নিয়ে এলো ঝুম বৃষ্টি। গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আজ ভোর থেকে মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তুমুল বর্ষণ। কিন্তু এই স্বস্তি দ্রুতই পরিণত হলো দুর্ভোগে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। নিউমার্কেট, পল্টন, রামপুরা, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখন হাঁটুপানি থেকে কোমর সমান পানি!
ছুটির দিনেও সড়কগুলোতে সৃষ্টি হয়েছে যানজট। পানি জমে যাওয়ায় গণপরিবহন চলছে ধীরগতিতে, আর অনেক স্থানেই সিএনজি বিকল হতে দেখা গেছে। গলিপথ থেকে মূল সড়কে পানি আসা বা ড্রেন থেকে উল্টো পানি ওঠায় দুর্ভোগ আরও বেড়েছে। পথচারীরা পড়েছেন চরম বিপাকে।
আবহাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টিপাত ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব ফেলতে পারে। তাই দুর্ভোগ এখনই শেষ হচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় নগর কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন সবার নজর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।