৪ দিনের মেগা ছুটি শুরু! অফিস-ব্যাংক বন্ধ, চালু থাকবে কী কী?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৫:৫৫

আজ ১ অক্টোবর, বুধবার থেকে শুরু হচ্ছে টানা চার দিনের মেগা ছুটি! শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই লম্বা অবকাশ। কর্মদিবস শুরু হবে আবার আগামী রোববার, ৫ অক্টোবর থেকে।
ছুটি ঘোষণা করা হয়েছে মূলত তিনটি ধাপে: ১ অক্টোবর সরকারের নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটি, আর ৩ ও ৪ অক্টোবর নিয়মিত সাপ্তাহিক ছুটি। অধিকাংশ সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, এমনকি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রমও এই চার দিন পুরোপুরি বন্ধ থাকবে।
তবে, এই ছুটির আওতায় আসছে না জরুরি সেবা খাত। বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সব ধরনের চিকিৎসাসেবা থাকবে ২৪ ঘণ্টা চালু। ডাক্তার, নার্স ও ওষুধ সরবরাহ সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটিতে থাকতে পারছেন না।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দুর্গাপূজার জন্য ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে রয়েছে। টানা ৪ দিনের এই লম্বা ছুটিতে উৎসবের আমেজ উপভোগ করতে প্রস্তুত সারা দেশের মানুষ। ছুটির পর ৫ অক্টোবর থেকে আবারও স্বাভাবিক গতি ফিরবে দেশের অর্থনীতি ও কর্মজীবনে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।