ড. মুহাম্মদ ইউনূস
ভারত শেখ হাসিনাকে বিজয়ীর বেশে দেশে ফেরার আশা করছে
মিঠু মুরাদ | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারত শুরু থেকে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এবং এখনও তারা আশা করছে তিনি হয়তো বিজয়ীর বেশে বাংলাদেশে ফিরতে পারেন। ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের ফাঁকে ড. ইউনূসের এই সাক্ষাৎকারটি মেহেদি হাসানের প্রতিষ্ঠিত মিডিয়া প্ল্যাটফর্ম জেটিও সোমবার প্রচার করে। দৈনিক সমকাল এর আগে এ সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করে।
মেহেদি হাসানের প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার দুই দশকের শাসনের অবসান তাঁর কাছে ছিল “অভূতপূর্ব ও উত্তেজনাপূর্ণ” সংবাদ। তবে তিনি ধারণা করেননি পরিস্থিতি এতটা খারাপ হবে যে, শেখ হাসিনাকে পালাতে হবে।
অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা জীবন দিয়ে আন্দোলন করেছে, অনেক আত্মত্যাগ করেছে। তাদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করার পর শেষ পর্যন্ত তাদের উৎসাহ ও আত্মত্যাগের কারণেই তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন।
ড. ইউনূস জানান, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশ তাঁকে ফেরত চাইলেও ভারত এ বিষয়ে কঠোর অবস্থান নেয়নি। তিনি বলেন,
“ভারত যদি একা সিদ্ধান্ত নিতে পারে, তারা হয়তো শেখ হাসিনাকে আশ্রয় দেবে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।”
তিনি আরও যোগ করেন, শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার পেছনে ভারতের স্বার্থ রয়েছে এবং তারা এখনও আশা করছে, “তিনি হয়তো পূর্ণ গৌরবের সঙ্গে ফেরত আসবেন।”
ড. ইউনূস স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, তবে তাদের রাজনৈতিক কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ফলে দলটি এখন নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে ভবিষ্যতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগকে ‘অতিরঞ্জিত ও ভুয়া সংবাদ’ বলে অভিহিত করেন ড. ইউনূস। তিনি বলেন, মুসলিম-হিন্দুদের মধ্যে জমি বা পারিবারিক বিরোধ থেকে সংঘাত হয়, তবে তা সাম্প্রদায়িক সহিংসতা নয়।
সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কের ফাটলের গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব তিনটি, এবং সেগুলোই তারা করবে। পদত্যাগের বিষয়ে গুঞ্জন সম্পর্কে তিনি বলেন, “কাজগুলো যেভাবে হওয়ার কথা, সেভাবে না হওয়ায় কিছুটা বিরক্ত ছিলাম।”
ড. ইউনূস জানিয়েছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ক্ষমতা ছেড়ে দিয়ে ব্যক্তিগত জীবনে মনোযোগী হবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।