বাংলাদেশে সবার সমান অধিকার: এনডিএম নেতার স্পষ্ট বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা এনডিএম নেতা ব্যারিস্টার শাহেদুল আজম স্পষ্ট জানিয়েছেন— বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, এ দেশে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের মতকে সমর্থন করে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার প্রভাব খাটিয়ে সংখ্যালঘুদের ওপর কিছু চাপিয়ে দেওয়া অগ্রহণযোগ্য। সাম্প্রতিক মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনা উল্লেখ করে তিনি সতর্ক করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার যেকোনো অপচেষ্টা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সাবধান থাকতে হবে।
ইসলামের শিক্ষা তুলে ধরে তিনি নবী করিম (সা.) এর হাদিস উদ্ধৃত করেন, যেখানে অমুসলিম নাগরিকদের অধিকার হরণের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এনডিএম নেতা বলেন, ইসলাম অন্যায় বা বৈষম্যকে সমর্থন করে না। তিনি আরও বলেন, ধর্মকে সামনে রেখে রাজনীতি করা এক প্রকার ভণ্ডামি। দুর্বল মানুষরাই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে।
ব্যারিস্টার শাহেদুল আজম দেশবাসীকে আহ্বান জানিয়েছেন— ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে। হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারে, তা নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি সৌহার্দ্য ও ভাতৃত্বের পরিচয় দিতে বলেন। তার মতে, প্রকৃত ধর্মীয় মূল্যবোধ ধারণ করলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।