সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন নুরুল হক নুর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৭:০৯

দীর্ঘ ১২ দিনের চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন নুরুল হক নুর। উন্নত চিকিৎসার জন্য গত ২২ সেপ্টেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।
সিঙ্গাপুরে অবস্থানকালে নুর তার শরীরের নানা পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। দেশে প্রাথমিক চিকিৎসার পর পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন নুরুল হক নুর। সেই আঘাতের কারণেই তাকে বিদেশে যেতে হয়েছিল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।