কনশানসের দ্রুত গতি, সব নৌযান একসঙ্গে গাজার দিকে: শহিদুল আলম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

গাজা অভিমুখে থাকা ফ্রিডম ফ্লোটিলার সকল নৌযান এখন একযোগে এগোচ্ছে। দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম, যিনি বহরের সবচেয়ে বড় জাহাজ ‘কনশানস’-এ আছেন, তিনি ফেসবুকে এই সুখবর দিয়েছেন। সবার শেষে রওনা করলেও কনশানসের গতি বেশি থাকায় তা সামনে থাকা আটটি নৌযানকে ধরে ফেলেছে। এখন গতি কমিয়ে সবাই একসঙ্গে চলছে।
‘কনশানস’ জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ। এটি গাজার অবরোধ ভাঙতে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রওনা দিয়েছে। এই বহরে কোনো খাদ্যসহায়তা নেই, আছে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীরা।
শহিদুল আলম তার পোস্টে ‘থাউজেন্ড ম্যাডলিনস’ ধারণার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, জাতিগত নিধন ঠেকাতে বিশ্বনেতারা নিষ্ক্রিয় থাকায় বিশ্বের জনগণ নিজেরাই পদক্ষেপ নিয়েছে। তিনি এই বহরকে সমুদ্রযানের সবচেয়ে বড় সম্মিলিত বহর বলে উল্লেখ করেছেন।
গাজার অবরোধ ভাঙার দৃঢ় সংকল্প ব্যক্ত করে শহিদুল আলম লিখেছেন, আমরা কনশানসের মানুষেরা অবরোধ ভাঙতে দৃঢ়প্রতিজ্ঞ। দমন–পীড়নকারী কখনোই জনগণের শক্তির বিরুদ্ধে টিকতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।