জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজ দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১২:০৪

সংগৃহীত

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো নিয়ে চরম অচলাবস্থা। এই জটিলতা কাটাতে আজ আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ আলোচনায় বিএনপি, জামায়াতসহ প্রায় ৩০টি দল অংশ নেবে।

মূল খসড়ায় ৮৪টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হলেও, তা বাস্তবায়নের উপায় নিয়েই তিন দফা বৈঠক করেও কোনো সিদ্ধান্ত হয়নি। আজ দলগুলোর সামনে আইন বিশেষজ্ঞদের দেওয়া কয়েকটি বিকল্প প্রস্তাব তোলা হবে। এর মধ্যে রয়েছে— সংবিধান আদেশ জারি, গণভোট আয়োজন এবং সুপ্রিমকোর্টের মতামত নেওয়া।

এই বিকল্পগুলো নিয়েও রয়েছে মতভেদ। বিএনপি রাষ্ট্রপতির বিশেষ আদেশে সংস্কারের বিরোধিতা করছে এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিমকোর্টের মতামত নেওয়ার কথা বলেছে। অন্যদিকে, জামায়াত চায় নির্বাচনের আগেই গণভোট হোক। বাম দলগুলোও বিশেষ আদেশের বিপক্ষে।

আগামী ১৫ অক্টোবর কমিশনের মেয়াদ শেষ হবে। তাই আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদি কোনো ঐকমত্য না হয়, তবে আইন বিশেষজ্ঞদের পরামর্শসহ একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে কমিশন। সংবিধান সংস্কারের পথ কী হবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত আজ আসতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top