এভারেস্টে তুষারঝড়: পাহাড়ের ঢালে আটকা প্রায় ১০০০ পর্বতারোহী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৩

সংগৃহীত

মাউন্ট এভারেস্টে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। প্রবল তুষারঝড়ে পাহাড়ের ঢালে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্বতারোহী। পাহাড়ের পূর্বাঞ্চলীয় ঢালের একটি ক্যাম্পসাইটে গত দু’দিন ধরে তারা আটকা আছেন। স্থানটি ভূপৃষ্ঠ থেকে ১৬ হাজার ফিট ওপরে।

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবারেও অব্যাহত থাকে। এতে সব রাস্তা বরফে ঢেকে যাওয়ায় বের হয়ে আসা অসম্ভব হয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়েছে। শতাধিক কর্মী সেখানে দিনরাত কাজ করছেন।

এ পর্যন্ত প্রায় ৩৫০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বরফ পরিষ্কারের কাজে উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়েছেন হাজারো স্থানীয় গ্রামবাসীও। প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাকি পর্বতারোহীদের উদ্ধারের প্রচেষ্টা চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top