তারেক রহমানের যুগান্তকারী সাক্ষাৎকার: আজ ও কাল বিবিসি বাংলায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

দীর্ঘ দুই দশকের নীরবতা ভেঙে অবশেষে গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত থাকা তারেক রহমানের এই বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারে উঠে এসেছে নির্বাচন, জাতীয় পরিস্থিতি ও রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
এই যুগান্তকারী সাক্ষাৎকারটি প্রচার করছে বিবিসি বাংলা। দেশের রাজনীতিতে এটি ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
দুই পর্বের এই সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার। দুই দিনই এটি সকাল ৯টায় সম্প্রচার করা হবে। সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইট, তাদের ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ৫ আগস্টের পর তার বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।