নোবেল পুরস্কার ২০২৫: আজ ঘোষণা চিকিৎসাশাস্ত্রে; সূচি ও প্রাইজ মানি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:৪৫

শুরু হলো বিশ্বের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার ঘোষণার মৌসুম। প্রতি বছরের মতো আজ, অক্টোবরের প্রথম সোমবার, ঘোষণা করা হচ্ছে চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে দেওয়া এই পুরস্কারের ঘোষণা আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় স্টকহোম থেকে শুরু হবে।
সূচি অনুযায়ী, আগামীকাল পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য এবং ১০ অক্টোবর নরওয়ে থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। ১৩ অক্টোবর ঘোষণা হবে অর্থনীতিতে বিজয়ীর নাম।
ছয়টি বিষয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউনের একটি চেক, মানপত্র ও স্বর্ণপদক। আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর-এ স্টকহোম ও অসলোতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।