তারেক রহমানের জাতীয় সবুজ মিশন: ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন জাতীয় সবুজ মিশন। গত ৫ অক্টোবর রাতে এক ফেসবুক পোস্টে তিনি এই পরিবেশবান্ধব পরিকল্পনার কথা জানান। মিশনের আওতায় ২৫ কোটি গাছ রোপণ, নদী পুনরুদ্ধার এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, কৃষিকাজ আধুনিকীকরণ, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং যুবকদের জন্য সুযোগ তৈরিতে সমুদ্র অর্থনীতি সম্প্রসারণ করা হবে। তারেক রহমান আরও প্রতিশ্রুতি দেন যে, ঢাকা কেন্দ্রিক প্রবৃদ্ধি বন্ধ করে আধুনিক, সুপরিকল্পিত শহর গড়ে তোলা হবে। একই সাথে, প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা হবে।

বিশ্ব বাসস্থান দিবসে তারেক রহমান বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে এই সমস্যা সমাধানের রোডম্যাপ হিসেবে পুনর্ব্যক্ত করেন। তিনি জলবায়ু পরিবর্তন সুরক্ষা এবং সুষম নগরায়ন - এই দুটি প্রতিশ্রুতির ওপর জোর দেন। একটি সবুজ ও আরও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top