সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

দ্রুত দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৫

সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানালেন দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনার কথা।

গণমাধ্যমে এতদিন কথা না বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্টের আদেশে তার কথা বলার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তিনি সামাজিক মাধ্যমে সবসময়ই দলের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশে ফেরা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।

নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চাইছে, সেই নির্বাচনের সময় তিনি দূরে থাকবেন না।

তারেক রহমান আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে বলেন, বিগত ১৭ বছরে তার পরিবারসহ হাজার হাজার পরিবারের ওপর যেই নির্যাতন, খুন ও গুম হয়েছে, এর জবাব তাদেরকেই দিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, এসব অন্যায়, হত্যা ও নির্যাতনের হুকুমদাতাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধ নয়, এটি ন্যায়ের কথা। জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে।

দেশের আইন-কানুনের ভেতর থেকে রাজনীতি করার অধিকার সবার আছে। আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কিনা, সেই সিদ্ধান্ত জনগণই নেবে। কারণ, জনগণের শক্তিতেই তিনি বিশ্বাসী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top