এককভাবে সরকার গঠনের অবস্থায় রয়েছে বিএনপি: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৫, ১৭:৪১

আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বিএনপি এককভাবেই সরকার গঠনের অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আত্মবিশ্বাসের কথা জানান।
তিনি বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ছাত্রনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করেছে, তার পূর্ণতা আসবে কেবল অবাধ নির্বাচনের মাধ্যমে। তারেক রহমান জানান, নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন।
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তিনি জানান, বিএনপি নতুন দলসহ অন্যদের সঙ্গে যৌথ সরকার গঠনেও প্রস্তুত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, বিএনপি প্রতিহিংসামূলক রাজনীতির চক্র ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ায় গত আগস্ট থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাত হাজার সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ককে ‘একপাক্ষিক’ অভিহিত করে তারেক রহমান প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে এই সম্পর্ক হবে ‘সমমর্যাদাভিত্তিক ও ভারসাম্যপূর্ণ’, যার মূলনীতি হবে ‘সবকিছুর আগে বাংলাদেশ’। অর্থনৈতিকভাবে দেশকে অ্যামাজন বা আলিবাবার মতো বৈশ্বিক সাপ্লাই হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।