৪ মাস পর ভোট: সরকারে ‘সেফ এক্সিট’ আলোচনা, উত্তাপ রাজনীতিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

আর মাত্র চার মাস! জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনীতি এখন গরম। প্রধান উপদেষ্টা আশ্বাস দিচ্ছেন, ফেব্রুয়ারির মধ্যেই হবে ভোট। কিন্তু এই সময়ে আলোচনায় ‘সেফ এক্সিট’ বা ‘নিরাপদ প্রস্থান’। এই আলোচনার জন্ম দিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ইতিমধ্যেই বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ‘সেফ এক্সিটের’ পথ খুঁজছেন! রাজনৈতিক অঙ্গনে তাঁর এই মন্তব্যে ছড়িয়ে পড়েছে উত্তাপ। অনেকে গুরুত্ব দিচ্ছেন, কারণ নাহিদ একসময় ছিলেন সরকারের ঘনিষ্ঠ।

এনসিপি শুধু এখানেই থামেনি। তাদের উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম আরও আক্রমণাত্মক। তিনি হুঁশিয়ারি দিয়েছেন—যেসব উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে সেফ এক্সিট নিতে চাইছেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই! এনসিপির অভিযোগ, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক নুরুল আমিন বেপারীও বলছেন, এসবই জনগণের কথা। তাঁর মতে, প্রধান উপদেষ্টা ইউনূস ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও অভিজ্ঞ রাজনীতিবিদদের বাদ দিয়ে এনজিও ব্যক্তিত্বদের নিয়ে সরকার গঠনে ভুল করেছেন। জনগণের চব্বিশের গণ-অভ্যুত্থানের ফসল তাই মেলেনি।

উপদেষ্টাদের অসংলগ্ন কথাবার্তা এবং নিরপেক্ষতা হারানোর কারণেই এই ‘সেফ এক্সিট’ আলোচনা ডালপালা মেলছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় এবং নির্বাচন নিয়ে শঙ্কা বাড়তে থাকায়, প্রশ্ন উঠছে—এই অন্তর্বর্তী সরকারের শেষটা কেমন হবে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top