প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ড. জাকির নায়েক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৮

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট।

আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার রাজ জানান, সবকিছু পরিকল্পনামাফিক চললে ড. জাকির নায়েক ঢাকায় আসবেন এবং নিজের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রাথমিকভাবে অনুষ্ঠানটি রাজধানীর আগারগাঁওয়ে করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানাতে ২০ অক্টোবরের পর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

ড. জাকির নায়েক ইসলামী দাওয়াত, যুক্তিনির্ভর ধর্মীয় আলোচনার জন্য সারা বিশ্বে পরিচিত। তার বক্তৃতা ও আলোচনাসভা মুসলিম বিশ্বের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top