নভেম্বরে গণভোট চায় জামায়াত, সিইসির সঙ্গে বৈঠক
স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৮

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের জানিয়েছেন, তাদের দল আগামী নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। একইসঙ্গে সংসদ নির্বাচন পেছানোর আহ্বানও জানিয়েছে দলটি।
সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।
জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার সঙ্গে ছিলেন এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং মতিউর রহমান আকন্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি, গণভোটের প্রস্তাব এবং জাতীয় ঐকমত্য গঠনের বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। জামায়াতের পক্ষ থেকে কমিশনের সঙ্গে আগের আলোচনার ধারাবাহিকতায় বেশ কয়েকটি সুপারিশও উপস্থাপন করা হয়।
অন্যদিকে, একইদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবিতে চলমান আন্দোলনকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।