বাড়িভাড়া দাবিতে শিক্ষকদের 'মার্চ টু সচিবালয়'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪২

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে এবার মাঠে নেমেছেন হাজার হাজার শিক্ষক! বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছেন।
জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষকদের ওপর পুলিশি হামলা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাড়িভাড়া বৃদ্ধির দাবি ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষকরা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, চালিয়ে যাচ্ছেন অবস্থান কর্মসূচি।
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তির পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। রোববার ও সোমবার রাতভর খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন এই শিক্ষকরা। তাদের একটাই দাবি – প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।