অধ্যাপক ইউনূসের রোম সফর: “অপ্রয়োজনীয়” অভিযোগে শুরু বিতর্ক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৩:১৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের রোম সফরকে কেন্দ্র করে দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সরকারি অর্থে এই সফরকে “অপ্রয়োজনীয়” আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনে সরকার প্রধানের সরাসরি অংশগ্রহণ কতটা যৌক্তিক তা নিয়ে বিতর্ক চলছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে আয়োজিত সপ্তাহব্যাপী ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলেছে।
তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়। রোমে অধ্যাপক ইউনূসের কোনো আনুষ্ঠানিক বৈঠকও হয়নি ইতালির রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে।
উল্লেখযোগ্য, গত সেপ্টেম্বরেও জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ১৪ মাসে তিনি ও তার সফরসঙ্গীরা কমপক্ষে ১৪ বার বিদেশ সফর করেছেন।
এই ঘনঘন বিদেশ সফর এবং রাষ্ট্রীয় তহবিল ব্যয়ে আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে। বিশেষ করে, দেশে চলমান নির্বাচন প্রস্তুতির সময় প্রধান উপদেষ্টার এই সফর কতটা প্রয়োজনীয় ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সরকার এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বিতর্ক অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতাকেও প্রভাবিত করতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।