নিজেকে নিয়ে রসিকতা! স্বর্গে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও স্বর্গে যাওয়া নিয়ে মজাদার মন্তব্য করেছেন! ইসরায়েল যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি এমন কিছু করিনি যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। সত্যিই না। আমার মনে হয়, আমি স্বর্গগামী নই।
ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসির প্রশ্নের জবাবে ট্রাম্প হেসে বলেন, আমি একটু মজা করছিলাম। এরপর রসিকতা করে তিনি আরও বলেন, আমরা এখন এয়ার ফোর্স ওয়ানে আছি, হয়তো এটাই আমার স্বর্গ! তবে তিনি যোগ করেন, আমি জানি, আমি অনেক মানুষের জীবন রক্ষায় ভালো কিছু করেছি।
ট্রাম্প এরপর সরাসরি রাজনৈতিক প্রসঙ্গে চলে আসেন। তিনি অভিযোগ করে বলেন, “২০২০ সালের নির্বাচন কারচুপির না হলে আমি হোয়াইট হাউসে থাকতাম।” তিনি আরও দাবি করেন, তিনি থাকলে পুতিন ইউক্রেনে হামলা চালাতেন না এবং বাইডেন প্রশাসনের অযোগ্যতার কারণেই ইসরায়েল ইস্যু কঠিন হয়েছে।
স্বর্গে যাওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্প অবশ্য আগস্ট মাস থেকেই চিন্তিত। আগেও তিনি বলেছিলেন যে, যদি তিনি প্রতি সপ্তাহে ৭ হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারেন, তবে সেটাই হবে স্বর্গে যাওয়ার অন্যতম কারণ!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।