বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মাশরাফি রাজনীতি থেকে সরে গেছেন, জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির নেতা-কর্মীরা কেউ আত্মগোপনে, কেউবা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। একই পরিণতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও। স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে দেশে থাকলেও মাশরাফি আছেন আত্মগোপনে।

তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, তার ধারণা মাশরাফি এখন আর রাজনীতিতে সক্রিয় নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার জানামতে উনি ওনার যে রাজনৈতিক অবস্থান ছিল, সেটা থেকেও আবার সরে এসেছেন। ফেসবুকে উনি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে।”

সাকিব আল হাসানের প্রসঙ্গেই মাশরাফির বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিবের বিরুদ্ধে একাধিক আর্থিক কেলেঙ্কারি, দুদকের মামলা ও পারিবারিক অপরাধের অভিযোগ থাকায় তার বিষয়টি আলোচনায় এসেছে। “আমরা কাউকে টার্গেট করে তুলি না, বিষয়গুলো আসে তাদের নিজস্ব কার্যকলাপের কারণে,” বলেন আসিফ।

মাশরাফি প্রসঙ্গে তিনি আরও বলেন, “উনার বিষয়ে এমন কিছু আমার জানা নেই। উনি অনেক আগেই রাজনীতি থেকে সরে এসেছেন বলেই আমার ধারণা।”

মূলত মাশরাফি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেন গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, “যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!”—এ বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন।

গত এক বছরে মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪টি পোস্ট করলেও, কোনো পোস্টেই আওয়ামী লীগ বা রাজনীতি সংশ্লিষ্ট কোনো মন্তব্য ছিল না। অন্যদিকে সাকিব আল হাসান একাধিকবার আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন।

তবে আসিফ মাহমুদ জানিয়েছেন, মাশরাফির বিরুদ্ধে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাকেও আইনের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, “উনি রাষ্ট্রীয় আইনে কিছু করে থাকলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতেই পারে। উনার বিষয়টা আলোচনায় নেই, কারণ উনি তো অবসর নিয়েছেন অনেক আগে। যে কারণে সেভাবে রিলেভেন্ট ছিলেন না।”

শেষাংশে তিনি বলেন,
“মাশরাফি এখন আর রাজনীতিতে নেই—এটা স্পষ্ট। আর যদি কেউ অপরাধ করে থাকে, তার বিচার অবশ্যই হবে—যে-ই হোক না কেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top