তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবরোধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৪১

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর ফলে শাহবাগ মোড়ের চারদিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দেন শিক্ষক-কর্মচারীরা। পথে জাতীয় জাদুঘরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ শুরু করেন।
অবরোধকালে শিক্ষকরা স্লোগান দেন-
“বেতন নিয়ে টালবাহানা চলবে না”,
“আমি কে, তুমি কে- শিক্ষক শিক্ষক”,
“প্রজ্ঞাপন দিতে হবে”।
তিন দফা দাবি
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদান,
২. শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা,
৩. কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
এর আগে সকাল থেকেই শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হলে দুপুর ১২টায় শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন। তবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর অনুরোধে তারা কিছুটা সময় অপেক্ষা করেন।
কোনো ফলপ্রসূ সমাধান না আসায় শেষ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ শুরু করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।