সরকারের অর্জন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে:প্রধান উপদেষ্টার প্রেস সচিব
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:০১
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (৮ ডিসেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশের অর্থনীতির অবস্থা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, “সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জের সঠিক চিত্রের পরিবর্তে অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমানসে মিশ্র ও ভ্রান্ত বার্তা তৈরি করছে।”
শফিকুল আলম গণমাধ্যমকে দায়িত্বশীল বার্তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক আলোচক ও গণমাধ্যম বেছে নেওয়া ডেটা ব্যবহার করে পরিস্থিতি বিকৃতভাবে উপস্থাপন করছেন। তিনি অভিযোগ করেন, অল্পসংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠীর বক্তব্য অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে, অথচ দেশের বৃহৎ অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের নীতিগত কাজগুলো আলোচনার বাইরে থাকে।
চাকরির সংকট থেকে শুরু করে বিনিয়োগ ও উৎপাদন—সব ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করে তিনি বলেন, “বন্দর এফিশিয়েন্ট না হলে নতুন চাকরি তৈরি সম্ভব নয়।” পাশাপাশি গ্যাস-সংকট ও বিদ্যুৎ সরবরাহকে নিয়েও তিনি অনেকে অতিরঞ্জিত অভিযোগ করছে বলে দাবি করেন।
দারিদ্র্যের হার নিয়ে ভুল ব্যাখ্যা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সাম্প্রতিক অর্থবছরের শেষে দারিদ্র্যের হার ২০-২১ শতাংশ এবং চলতি বছরে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা প্রতিদিন অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্থনৈতিক টিম দেশের প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কাজ করছে। তবে মিশ্র বার্তার কারণে সরকারের এই অর্জন যথাযথভাবে সামনে আসছে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।