শহীদ হাদির জানাজায় লাখো মানুষের ঢল: শেষ বিদায় সংসদ ভবনে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৭
চব্বিশের গণঅভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি আর নেই। আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় অংশ নিতে সমবেত হয়েছেন কয়েক লক্ষ মানুষ। সকাল থেকেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ, সবার মুখে একটাই স্লোগান— ‘আমরা সবাই হাদি হবো’।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। সিঙ্গাপুরে দীর্ঘ লড়াই শেষে ১৮ ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পুরো এলাকায় মোতায়েন করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা।
শহীদ হাদির পরিবারের ইচ্ছায় তাকে এক বিশেষ সম্মাননা জানানো হচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। বাদ জোহর পূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হবে।
তরুণ প্রজন্মের সাহসের মূর্ত প্রতীক হাদি ভাইকে হারিয়ে শোকস্তব্ধ গোটা জাতি। সিঙ্গাপুর থেকে তার নিথর দেহ দেশে ফেরার পর থেকেই মানুষের এই ঢল প্রমাণ করে, হাদির আদর্শ অমর হয়ে থাকবে কোটি বাঙালির হৃদয়ে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।