শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

দেশে করোনা পরিস্থিতি

করোনায় একদিনে মৃত্যু ২৫, শনাক্ত ৩৫৬৭

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ০০:৪৮

করোনায় একদিনে মৃত্যু ২৫, শনাক্ত ৩৫৬৭

দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৬৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। করোনা থেকে আরও সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top