সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ডিইউজের

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ২২:১৫

সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ডিইউজের

হেফাজতে ইসলামের উগ্র কর্মীদের দ্বারা রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সাংবাদিক লাঞ্ছিত ও গণমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (৩১ মার্চ) সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক যুক্ত বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, 'সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করে সংবাদ সংগ্রহের উপকরণ (ক্যামেরা ও গাড়ি) ভেঙে স্বাধীন সংবাদ প্রবাহে মনস্তাত্ত্বিকভাবে ভীতি ও চাপ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।' তাঁরা বলেন, 'চোখ রাঙিয়ে কিংবা শাসিয়ে সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করা যাবে না।'

এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে আইনি ব্যবস্থা নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান নেতারা।

বিবৃতিতে আরো বলা হয়েছে, 'ডিইউজে বিশ্বাস করে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায়। কারণ, সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নন। কিন্তু হামলা চালিয়ে শুধু ভীতিকর পরিবেশ তৈরি করা যায়। এতে স্বার্থবাদীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে।'

সাংবাদিক নেতারা বলেন, 'এই নৈরাজ্যবাদী সাম্প্রদায়িক শক্তির ক্রোধ ও আক্রমণ বন্ধ না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।'

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top