দেশে করোনা পরিস্থিতি
করোনায় শিশুসহ আরও ৬৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৯
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২১, ০০:৪৪
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে এক শিশুসহ মারা গেছেন আরও ৬৫ জন। এ নিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৬৪৪ জনের।
এদিকে কয়েকদিন কমতির দিকে থাকার পর গত একদিনে বেড়েছে শনাক্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন।
সোমবার (০৩ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৩৯ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.৯৫ শতাংশ। গতকাল ছিল ৯.৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪২ জন পুরুষ ও ২৩ জন নারী। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৩৬ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ২১ থেকে ৩০ বছরের দুজন ও শূন্য থেকে ১০ বছরের একজন মারা গেছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: শিশুসহ করোনা ৬৫ মৃত্যু শনাক্ত ১৭৩৯
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।