ঈদ পরবর্তী করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২১, ২৩:০৩
ঈদের পর করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি কী হয় তা নিয়ে উদ্বিগ্ন সরকার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদযাত্রায় করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত কয়েকদিন ধরে মানুষ যেভাবে ঠাসাঠাসি করে বাড়ি ফিরছেন তাতে করে করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ঢাকা থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ ফেরিতে, পণ্যবাহী যানবাহনে, যে যেভাবে পারছেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়, গরম, রোদের তাপ আর অক্সিজেনের অভাবে বুধবার (১২ মে) ফেরির পাঁচ যাত্রী মারা গেছেন। একটি ফেরি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
সেখানে দুজন পুরুষ ও দুজন নারী। এর আগেও একই কারণে আরেকটি ফেরিতে একটি কিশোর মারা গেছে।
এ ছাড়া গরমে, মানুষের ভিড়ে ও অক্সিজেনের ঘাটতি হওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
একই অবস্থা মার্কেট ও শপিংমলে, সেখানেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কেনাকাটা করতে আসা মানুষের উপচেপড়া ভিড়। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ফলে ঈদের পর উচ্চমাত্রায় করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারের পক্ষ থেকেও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং এ ঘটনায় সরকার অনেকটাই উদ্বিগ্ন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।