সংসদে বাজেট পেশ ৩ জুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মে ২০২১, ১৭:৩৪
নতুন অর্থবছরের জন্য আগামী ৩ জুন বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারো বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত।
এর আগে ২ জুন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশনের। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব উপস্থাপন করলে শুরু হবে তার ওপর আলোচনা।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ গত ১১ মে এবারের বাজেট অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এবারো স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে হবে। ফলে সম্পূরক বাজেট এবং আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষেপ করে আনতে হবে। সব মিলিয়ে ১৩-১৪ কার্যদিবস চলতে পারে অধিবেশন।
অধিবেশনের শুরুর দিন মরহুম সংসদ সদস্য আব্দুল মতিন খসরু এবং আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব তোলার পর তার ওপর আলোচনা হবে। পরে রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে।
পরদিন বিকেল ৩টায় সংসদের বৈঠক বসতে পারে। সেদিনই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর দুদিন বিরতি দিয়ে আবার বসতে পারে অধিবেশন।
তবে বাকি সময় অধিবেশন সকালে না কি বিকেলে হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: সংসদে বাজেট বাজেট পেশ ৩ জুন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।