করোনায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১৬৭৫
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ মে ২০২১, ০০:৩৪
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪০ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত ৪০ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৪ জন। তাদের মধ্যে মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জন, বেসরকারি হাসপাতালে নয়জন এবং বাসায় দুইজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪৪১ জনে।
একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৮৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৬৪৩টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৮ লাখ ৫৪ হাজার ৯১৯টি। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৭৫ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯২ হাজার ১৯৬ জনে।
মঙ্গলবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ২৭৯ জন। এ নিয়ে মোট সুস্থতা দাঁড়াল সাত লাখ ৩২ হাজার ৮১০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪০ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা ৪০ জনের মৃত্যু শনাক্ত ১৬৭৫
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।