দেশে করোনা পরিস্থিতি
করোনায় একদিনে মারা গেছেন আরও ৩৪ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২১, ০০:৩৮
দেশে গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এতে শনাক্তের হার বেড়ে ১০.১১ শতাংশ হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ৩৪ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৭ জন।
রোববার (৩০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২৯ মে শনাক্ত হন ১ হাজার ৪৩ জন। এদিন পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭.৯১ শতাংশ। ২৮ মে শনাক্ত হন ১ হাজার ৩৫৮ জন ও শনাক্তের হার ৯.৩০ শতাংশ। ২৭ মে শনাক্ত হন ১ হাজার ২৯২ জন এবং শনাক্তের হার ৮.১২ শতাংশ। ২৬ মে শনাক্তের হার ছিল ৯.১১ শতাংশ ও ২৫ মে ১০.৮ শতাংশ। পাঁচদিন পর আজ শনাক্তের হার ফের ১০ শতাংশের বেশি।
এদিকে নতুন ৩৪ জনসহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী ১১ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুই শিশু রয়েছে। এদের একজনের বয়স শূন্য থেকে ১০ বছরের মধ্যে ও অপরজনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। এছাড়া ৬০ বছরের বেশি বয়স্ক আছেন ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ২ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: করোনা মারা গেছেন আরও ৩৪ জন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।