দেশে চীনের আইএমবি ক্যামস টিকা ট্রায়ালের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১৭:৪০
চীনের আইএমবি ক্যামস-এর করোনা টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) অধীনে ট্রায়ালের জন্য এ টিকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
বুধবার (২৩ জুন) সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া আরও দুটো টিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
চীনের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়ালোজি অফ দ্য চায়নিজ অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের (আইএমবি ক্যামস) দেশীয় এজেন্ট ওয়ান ফার্মা।
কয়েকদিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকা মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের কথা জানায় বিএমআরসি। যেখানে গত বছর ওই তিন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়ারও কথা ছিল।
আইসিডিডিআরবির সঙ্গে আইএমবি ক্যামসের প্রায় ৬০ কোটি টাকার চুক্তি হয়েছে হয়। এর ২৫ শতাংশ টাকা চীনের এ প্রতিষ্ঠানটি আইসিডিডিআরবিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।