সাগরে নিম্নচাপঃ সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর সতর্ক সংকেত
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২৩:৫২
নিজস্ব প্রতিবেদকঃ
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানকারী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল হয়ে পড়েছে। দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সাথে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সাগরে মাছ ধরা সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ছাড়া সব বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর সাথে বয়ে যেতে পারে দমকা বা ঝড়ো হাওয়া। শুক্রবার সারাদিন দেশের বেশিরভাগ এলাকায় বর্ষাকালের মত আবহাওয়া বিরাজ করতে পারে।
দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস।
শুক্রবার ঢাকা সূর্যোদয় সকাল ৬টায় এবং সূর্যাস্ত ৫টা বেজে ২৬ মিনিটে।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।