ঈদের দিন হতে পারে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২১, ২১:৪৩
আবহাওয়া অধিদপ্তর এর মতে বুধবার (২১ জুলাই) অর্থাৎ ঈদুল আযহার দিন দেশের প্রায় বেশির ভাগ অঞ্চলে হতে পারে বৃষ্টি। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্ভাবাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী ৩ দিনে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সম্ভাবনা রয়েছে একটি লঘুচাপের।
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।